বিনোদন ডেস্ক: টালিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দাম। বলিউডে 'হেইট স্টোরি' ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে প্রশংসা ও সমালোচনা দু'টোই কুড়িয়েছেন। শুধু 'হেইট স্টোরি' না টালিউডের নিষিদ্ধ ছবি 'ছত্রাক'-এ তার শয্যা দৃশ্য উত্তেজনার পারদ ছড়ান পাওলি। তবে সু-অভিনেত্রী হিসেবে তিনি বরাবরই প্রশংসিত হয়েছেন।
আলোচিত এ অভিনেত্রীকে এবার বাংলাদেশের তরুণীর ভূমিকায় দেখা যাবে। কলকাতার ছবি 'মাটি'তে পাওলি বাংলাদেশি হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াবেন। জানা গেছে, দেশভাগের প্রেক্ষাপট নিয়ে ছবিটি তৈরি করছেন লিনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি।
পরিচালক বলেন, ছবিতে অভিনয়ের বিষয়ে পাওলির সঙ্গে কথা। তাকে ছবিতে মেঘলা নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। ছবির কাহিনি গড়ে উঠেছে মূলত মেঘনার পরিবারকে কেন্দ্র করে। তার দাদা ও বাবা দেশভাগের পর ১৯৫৫ সালে বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। কিন্তু বাংলাদেশে থেকে যান তাদের পরিবারের অনেকে। এক সময় তার দাদা প্রতিজ্ঞা করেন দেশে ফিরে যাবার।
তার এদেশে ফেরা নিয়ে শুরু হয় জটিলতা। এদিকে মেঘলাও তার বান্ধবী জিনিয়ার বিয়েতে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশে আসতে চান। তার এ বাংলাদেশ সফর নিয়ে জন্ম নেয় নানান ঘটনার।
আলোচিত অভিনেত্রী পাওলির বাংলাদেশে প্রথম ছবি 'মনের মানুষ'। যদিও গুঞ্জন আছে এ নায়িকা ক্যারিয়ারের সূচনা লগ্নে বাংলাদেশের 'রিভেঞ্জ' নামের ছবিতে অভিনয় করেছিলেন। সবশেষ পাওলি 'সত্তা' ছবিতে অভিনয় করেন। ছবিতে তার সঙ্গে জুটি হয়েছেন সুপারস্টার শাকিব খান।
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস