মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩৬:১৩

লুকিয়ে দেব ও রুক্মিণীর ভিডিও তুলেছেন রাজ? পরে ঘটনা নিয়ে যা হলো

লুকিয়ে দেব ও রুক্মিণীর ভিডিও তুলেছেন রাজ? পরে ঘটনা নিয়ে যা হলো

বিনোদন ডেস্ক: রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’-এর শ্যুটিং শেষ। এখন চলছে ডাবিং-পর্ব। দেব অভিনীত এই ছবিতে ডেবিউ করতে চলেছেন তাঁর মডেল বান্ধবী রুক্মিণী মৈত্র। ছবি নিয়ে অত্যন্ত এক্সাইটেড ছিলেন রুক্মিণী প্রথম থেকেই। কতটা, সেটা সাম্প্রতিককালে তাঁর টুইটার হ্যান্ডল দেখলেই বোঝা যায়। মহরত থেকে ডাবিং, প্রত্যেকটি পর্বেরই আপডেট দিয়েছেন সুন্দরী।

কিন্তু টুইটারে রাজ চক্রবর্তী যা করেছেন সেটা ভাবতেই পারেননি তিনি। রাজ একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সেই ভিডিওটি পোস্ট করার পরেই রুক্মিণী চমকে যান। তিনি ভাবতেও পারেননি যে তিনি যখন ডাবিং করছিলেন তখন রাজ লুকিয়ে এই ভিডিওটি তুলেছেন।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’-এর শ্যুটিং শেষ। এখন চলছে ডাবিং-পর্ব। দেব অভিনীত এই ছবিতে ডেবিউ করতে চলেছেন তাঁর মডেল বান্ধবী রুক্মিণী মৈত্র। ছবি নিয়ে অত্যন্ত এক্সাইটেড ছিলেন রুক্মিণী প্রথম থেকেই। কতটা, সেটা সাম্প্রতিককালে তাঁর টুইটার হ্যান্ডল দেখলেই বোঝা যায়। মহরত থেকে ডাবিং, প্রত্যেকটি পর্বেরই আপডেট দিয়েছেন সুন্দরী।

কিন্তু টুইটারে আজ রাজ চক্রবর্তী যা করেছেন সেটা ভাবতেই পারেননি তিনি। আজ সন্ধ্যাবেলা রাজ একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সেই ভিডিওটি পোস্ট করার পরেই রুক্মিণী চমকে যান। তিনি ভাবতেও পারেননি যে তিনি যখন ডাবিং করছিলেন তখন রাজ লুকিয়ে এই ভিডিওটি তুলেছেন।

রাজ কিন্তু এর পরে চালিয়ে গিয়েছেন তাঁর লেগপুলিং। রুক্মিণীকে বলেন যে তাঁর কাছে আরও একটি ভিডিও রয়েছে যা তিনি আপলোড করে দিতে পারেন। সেই ভিডিওতে ঠিক কী রয়েছে জানা যায়নি কারণ সেটা আর আপলোড করেননি রাজ। কিন্তু মজা করে বলেছেন যে রুক্মিণী যদি তাঁকে বলেন ‘আই লাভ ইউ রাজদা’ তাহলে আর তিনি ভিডিওটি আপলোড করবেন না।

তবে রুক্মিণীর এই লেগপুলিং বেশ এনজয় করেছেন দেব। এর আগে রুক্মিণী ডাবিংয়ের সময় সেলফি তুলে আপলোড করাতে অল্প বকেছিলেন দেব একজন প্রকৃত ইন্ডাস্ট্রি সিনিয়রের মতোই। লিখেছিলেন যে ডাবিং কিন্তু খুব শক্ত কাজ। রুক্মিণী যেন সেলফি না তুলে ডাবিংয়ে মন দেন ইত্যাদি। আজ রাজের টুইটার ভি়ডিওটি দেখে তিনি লিখেছেন, ‘উফ্ এই মেয়েটা... ডাবিং অ্যান্ড ড্যান্সিং ইজ অলমোস্ট সেম ফর হার’!
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে