মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫৮:২৪

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

বিনোদন ডেস্ক: প্রত্যাশা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি ছিল৷ তাও মনের কোনে আশঙ্কার কালো মেঘ জমা হয়েছিল৷ সব আশঙ্কা কাটিয়ে যেন নতুন সূর্যোদয় হল অস্কারের মঞ্চে প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার হাতে তুলে নিলেন মাহেরশালা আলি৷ হারিয়েছেন দেব প্যাটেল, জেফ ব্রিজেস, মাইকেল শ্যাননের মতো অভিনেতাদের৷

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা। ৪৩ বছর বয়সে ইতিহাসে ঠাঁই পেলেন মাহেরশালা৷ আগেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উঠেছে মুসলিম প্রতিযোগীর হাতে৷ কিন্তু তা কলাকুশলীর ক্যাটাগরিতে৷ অভিনয়ের জন্য এই প্রথম অস্কার হাতে তুললেন আলি৷

মার্কিন মুলুকের মুসলিম বাসিন্দা হিসেবে জীবনটা খুব একটা সুখের ছিল না আলির৷ বিশেষ করে ৯/১১-এর হামলার পর৷ এক সাক্ষাৎকারে আলি জানিয়েছিলেন, টুইন টাওয়ারের ঘটনার পর এফবিআই-এর ওয়াচলিস্টে ছিলেন তিনি৷ রীতিমতো জেরা করা হয়েছে তাঁকে৷

শুনতে হয়েছে খোঁটা৷ কোথায় বন্দুক আছে তাও জিজ্ঞেস করা হয়েছে৷ কিন্তু আমেরিকায় এটা নতুন নয়৷ সবই গা সওয়া হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা৷ তাই বোধহয় মায়ামিতে জুয়ানের লড়াইটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে