বিনোদন ডেস্ক: গুঞ্জনটা অনেক দিনের। রূপালী পর্দায় কবে পা রাখছেন বলিউড স্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। এমনও খবর চাউর হয়েছিলো, হৃতিক রোশনের বিপরীতে আসছেন সারা।
তবে এবার বুঝি সব গুঞ্জনের অবসান হতে যাচ্ছে। কারণ সয়ং বাবা সাইফ আলীই মুখ খুলেছেন মেয়ের অভিষেক নিয়ে।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, প্রতিষ্ঠিত নির্মাতা এবং প্রযোজক করন জোহরের মাধ্যমে বলিউডে পা রাখছেন সারা। একটি অনলাইন পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছেন সাইফ।
নতুনদের সাথে কাজ করার বিষয়ে করণ জোহরের সুনাম রয়েছে। তাই করণের মাধ্যমে বড় ধরণের ব্রেক পাওয়াতে খুশি বলেও জানান সাইফ।
আর গুঞ্জন যদি সত্যি হয় তাহলে, করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২' তেই টাইগার শ্রফের বিপরীতে দেখা যেতে পারে এ নবাব তনয়াকে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এএস