বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ০১:১০:১৮

তৃতীয় লিঙ্গের চরিত্রে মিশা সওদাগর

তৃতীয় লিঙ্গের চরিত্রে মিশা সওদাগর

বিনোদন ডেস্ক: 'মিসড কল' নামের একটি ছবিটি তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দীন সাফি। আগামীকাল শুক্রবার সারাদেশে ছবিটি মুক্তি পাবে।  

ছবিটিতে অভিনয়ের জন্য ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাখে নথ পরতে হয়ে মিশাকে। জানিয়েছেন, প্রতিদিনই শুটিংয়ের আগে নাকি দুই ঘণ্টা সময় লাগত মেকআপ করতে।

গত বছরের মার্চে ছবিটির একটি গানের দৃশ্যে নাচের সময় হঠাৎ তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এজন্য বেশ কয়েকদিন তাকে বিশ্রামেও থাকতে হয়েছিল।

ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে মিশা সওদাগর বলেন, ছবিতে আমার চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। চরিত্রটির মাধ্যমে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা।

'মিসড কল' ছবিতে আরও অভিনয় করেছেন বাপ্পি, নবাগত মুগ্ধ এবং বাপ্পারাজ।  
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে