বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক মহেশ ও আলিয়া ভাটকে খুনের হুমকি। দাবি করা হল ৫০ লাখ টাকা। সূত্রের খবর, এক ব্যক্তি ফোন করে লখনউয়ের একটি ব্যাঙ্কে ওই টাকা জমা করতে বলে।
টাকা জমা না দিলে মহেশ, তাঁর কন্যা আলিয়া ও স্ত্রী সোনি রাজদানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী মহেশ ভাট, জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করছেন। মহেশ নিজেও টুইট করে জানিয়েছেন, আপাতত তোলাবাজির ও প্রাণনাশের হুমকি-ফোনের বিষয়টির নিষ্পত্তি করা গেছে।
তিনি প্রথমে ২৬ ফেব্রুয়ারি ফোনটি পান। প্রথমে কেউ মজা করছে বলে উড়িয়ে দিলেও, পরে একাধিক এসএমএস ও হোয়াটসঅ্যাপ মেসেজ পান। তখনই তিনি অভিযোগ দায়ের করেন।
২০১৪ সালের নভেম্বরে তাঁকে মারার পরিকল্পনা করার জন্য ১৩ জনের একটি দলকে গ্রেফতার করা হয়েছিল।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে