বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের কারণে পাকিস্তানে ক্রাইম বাড়ছে বলে মনে করেন দেশটির অভিনেত্রী রাবি পীরজাদা। খবর পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
লাহোরে এক সংবাদ সম্মেলনে রাবি পীরজাদা বলেন, বলিউডের যেসব সিনেমা মুক্তি পায় তার অধিকাংশই ক্রাইম নির্ভর। বিশেষ করে সালমান খানের সিনেমাগুলো। আমার প্রশ্ন বলিউডের পরিচালকরা যুব সমাজকে কী শিক্ষা দিচ্ছেন?
তিনি বলেন, আমার কাছে এটা হল ক্রাইমের প্রচারণা।
পাকিস্তানের সিনেমায় ভারতীয় সিনেমার প্রভাব পড়ছে বলে মনে করেন অভিনেত্রী।
তার কথায়, এক সময় ছিল যখন পাকিস্তানের সিনেমা তৈরি হতো নৈতিকতা ও সামাজিক শিক্ষামূলক বিষয় নিয়ে। যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তবে বলিউডের সিনেমা পুরো প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে পাকিস্তানের আরেক অভিনেত্রী সাবা একটি টিভিতে 'গুড মর্নিং জিন্দেগি' নামে একটি টক শোতে হাজির হয়েছিলেন। সেখানে অনুষ্ঠানের পরিচালক সালমান খানের ছবি দেখিয়ে তার সঙ্গে সাবার অভিনয় না করার কারণ জিজ্ঞাসা করেন।
তখন সাবা বলেন, সালমান খান অভদ্র। তাছাড়া কীভাবে নাচতে হয় তা জানেন না সালমান। অবশ্য পরে ওই অনুষ্ঠানটিকে একটি ফান শো বলে উল্লেখ করেন অভিনেত্রী।
একইসঙ্গে বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহরের সঞ্চালনায় 'কফি উইথ করণ' অনুষ্ঠানের সঙ্গে 'গুড মর্নিং জিন্দেগি' অনুষ্ঠানের তুলনা করেন।
০২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস