শুক্রবার, ০৩ মার্চ, ২০১৭, ১২:৫৫:৩৬

ব্রিটেনের রানিকে সঙ্গে নিয়ে ‘‌বাহুবলি টু’‌ দেখবেন মোদি!

ব্রিটেনের রানিকে সঙ্গে নিয়ে ‘‌বাহুবলি টু’‌ দেখবেন মোদি!

বিনোদন ডেস্ক : যার অপেক্ষায় রয়েছে অসংখ্য সিনেমাপ্রেমী, সেই বহু প্রতিক্ষিত ‘‌বাহুবলি টু’‌ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির ‘‌বাহুবলি টু, দ্য কনক্লুসন’‌।

এই সুযোগ রানির সঙ্গে ভাগ করে নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। ২৪শে এপ্রিল এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবিটির মুক্তি হবে ২৮ এপ্রিল। ২০১৫ সালে রাজামৌলির ‘‌বাহুবলি’‌ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল। ‌‌

কাটাপ্পা কেন মারল বাহুবলিকে? দু’বছর ধরে একটাই উত্তর খুঁজছে সকলে ৷ এবার সেই জবাব পাওয়ার পালা ৷ কারণ, বাহুবলি এমন এক প্রশ্ন রেখে গিয়েছে দর্শকের মনে, যার উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই ! উত্তর জানার পথে আরও এক ধাপ এগিয়ে দিলেন নির্মাতারা ৷

পরিচালক এস এস রাজামৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাষের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করলো বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷

এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বাহুবলি ২ নিয়ে একের পর এক খবর সামনে আসছে ৷ কখনও ছবির টিজার ৷ তো কখনও নতুন পোস্টার ৷ তবে এবার সামনে এল বাহুবলি ২-এর মোশন পোস্টার ৷ শিবরাত্রির দিন ট্যুইটারে এই মোশন পোস্টার ট্যুইট করল ধর্মা প্রোডাকশন, বাহুবলি-২-এর অফিসিয়াল ড্রিস্টিবিউটর ৷

০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে