বিনোদন ডেস্ক: আগামী মে মাসেই ভারতে পৌঁছাবেন পপ সেনসেশন জাস্টিন বিবার। ১০ মে মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শো করবেন তিনি।
শোনা যাচ্ছে, সেই একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের বম্বশেল সানি লিওনকে। জাস্টিনের গানের তালে পা মেলাতে পারেন বিটাউনের এই লাস্যময়ী।
সূত্রের খবর, ইতিমধ্যেই উদ্যোক্তারা বিষয়টি নিয়ে সানির সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। একই অনুষ্ঠানের জন্য কথা বলা হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও। যদিও এদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সবটাই কানাঘুষো।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্জুন জৈন বলেন, ইতিমধ্যেই আমরা বেশ কিছু নামি তারকার কাছ থেকে কনফারমেশন পেয়ে গিয়েছি। আলিয়া, বরুণ, সিদ্ধার্থকে আমরা প্রথম থেকেই এই অনুষ্ঠানের জন্য ভেবেছি। তবে এখনও সবটা নিয়েই পরিকল্পনা চলছে।
সানি লিওনকে নিয়ে উদ্যোক্তারা কোনও ইঙ্গিত দিচ্ছে না ঠিকই। কিন্তু, খবরটা পুরোপুরি হাওয়ায় উড়িয়েও দেওয়া যাচ্ছে না। শুধু ভারত নয়, দেশের বাইরে সানির লাস্যের ভক্ত নেহাত কম নয়।
০৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি