বিনোদন ডেস্ক: অভিনেত্রীর বয়স ১৬ নাকি ৬০— সেটা বিষয় নয়। যদি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ারিংয়ের সুযোগ থাকে, তা হলে নাকি সব অভিনেত্রীই এক কথায় রাজি হয়ে যান। অন্তত এমন ধারণাই চালু রয়েছে বি-টাউনে। অভিনেত্রী স্বরা ভাস্করও তার ব্যতিক্রম নন। শাহরুখের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করার ইচ্ছে তাঁর দীর্ঘ দিনের। তাই যখন তিনি জানতে পারলেন যে, পরিচালক আনন্দ এল রাই শাহরুখকে নিয়ে ছবি তৈরি করছেন, স্বরা সরাসরি আনন্দকে তাঁর ইচ্ছের কথা জানিয়েছিলেন। কিন্তু শর্ত ছিল একটাই। শাহরুখের মেয়ে বা বোনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। বরং শাহরুখের প্রেমিকার চরিত্রই ছিল তাঁর টার্গেট।
এতদূর পর্যন্ত সবটা ঠিকই ছিল। কিন্তু ঘটনায় টুইস্ট এল ঠিক এর পরেই। স্বরা বোধহয় স্বপ্নেও ভাবেননি, তাঁর জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। কারণ আনন্দ তাঁর নতুন ছবিতে স্বরাকে ভেবেছিলেন ঠিকই। শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে পারতেন অভিনেত্রী। তবে তাঁকে বলি বাদশার মায়ের চরিত্র অফার করা হয়। স্বভাবতই সে অফারে রাজি হননি স্বরা। আর যাই হোক না কেন, শাহরুখের মা হয়ে স্ক্রিন শেয়ার করতে রাজি নন নায়িকা।-আনন্দবাজার
০৩ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস