শুক্রবার, ০৩ মার্চ, ২০১৭, ০৯:২২:০৬

বক্স অফিসে চমক দিচ্ছে অক্ষয় কুমারের Jolly LLB 2

বক্স অফিসে চমক দিচ্ছে অক্ষয় কুমারের Jolly LLB 2

বিনোদন ডেস্ক : সুভাষ কাপুরের কোর্ট রুম ড্রামা ‘জলি এল.এল.বি টু’ ১০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকদিন আগে। এবার অক্ষয় কুমার অভিনীত এই ছবি বক্স অফিসে পেরিয়ে গেল ১১২ কোটিও।

অক্ষয় কুমার মানেই নানা স্বাদের ছবি। তিনি পর্দায় উপস্থিত থাকলে ছবির মাত্রা পাল্টে যায়। ‘জলি এল.এল.বি’-তে আরশাদ ওয়ার্শিকে আমরা দেখেছি। এবার সেই চরিত্রেই ‘জলি এল.এল.বি টু’-তে দর্শকদের মাতাতে দেখা গিয়েছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে।

শুধু অক্ষয় কুমারই নন, এই ছবিতে উল্লেখযোগ্য নাম সৌরভ শুক্লা। এই দুই শক্তিশালী অভিনেতার ম্যাজিকেই বক্স অফিসে ১১২.৯৭ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ‘জলি এল.এল.বি টু’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে তা জানিয়েছেন।
০৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে