শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ১০:০৫:৪৭

প্রিয়াঙ্কাও পারেননি, এমন কৃতিত্ব অর্জন অানুশকার

প্রিয়াঙ্কাও পারেননি, এমন কৃতিত্ব অর্জন অানুশকার

বিনোদন ডেস্ক:  তিনি বলিপাড়ার প্রথমসারির নায়িকা। কেরিয়ারের শুরুই করেছিলেন শাহরুখ খানের বিপরীতে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

একের পর এক ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। কিন্তু এখনও তিনি হলিউডে পা রাখেননি। যেমনটা করেছেন তাঁরই সমসাময়িক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

তবু প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এক কৃতিত্বের অংশীদারী হলেন অানুশকাই। যে নজির নেই প্রিয়াঙ্কা চোপড়ার মতো হলি-বলিতে সফল অভিনেত্রীরও।

কী সেই কৃতিত্ব?
‘আন্ত্রেপ্রেনিওর’ ম্যাগাজিনের মার্চ ইস্যুর প্রচ্ছদে জায়গা পেয়েছেন অানুশকা। প্রচ্ছদে অভিনেত্রীদের মডেল হওয়া অবশ্য নতুন কিছু নয়। কিন্তু এই ম্যাগাজিনে এর আগে আর কোনও ভারতীয় মহিলা অভিনেত্রী জায়গা পাননি।

অভিনয়ের পাশপাশি নিজে প্রযোজনার কাজও শুরু করেছেন অানুশকা। তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ টেন’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় ছবি ‘ফুল্লৌরি’র প্রচারের কাজও শুরু করে দিয়েছেন। বলিপাড়ায় অনেক অভিনেতা ও পরিচালকেরই নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তবে তরুণদের মধ্যে যেভাবে তিনি কাজ ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন, তাইই তাঁকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে টেনে এনেছে।

 নিজের কাজ ও ব্যবসার ভাবনা সম্পর্কে এখানে খোলাখুলি মনের কথা জানিয়েছেন অানুশকা।
সিনেমা সংক্রান্ত পত্রিকার প্রচ্ছদেই সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা। তবে সেই জঁরের বাইরে বেরিয়ে অানুশকা যেভাবে এই পত্রিকায় জায়গা করে নিয়েছেন তা নিঃসন্দেহে কৃতিত্বের। এর আগে এই পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন শাহরুখ খান. হৃতিক রোশনরা।-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে