বিনোদন ডেস্ক: বাংলাদেশ মহিলা ফুটবল দল নিয়ে ছবি ‘আমরাও পারি—ওভারকাম’ নির্মাণ করবেন পি এ কাজল। ছবিতে দলের ম্যানেজারের চরিত্রে দেখা যাবে নায়িকা মৌসুমীকে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, বর্তমান জাতীয় মহিলা ফুটবল দলের কয়েকজন অভিনয়ও করবেন ছবিতে। পরিচালক বলেন, ‘অনেক দিনের স্বপ্ন এই ছবি। চিত্রনাট্য গোছানো এবং আনুষঙ্গিক কাজ করতে গিয়েই অনেক সময় লেগে গেল। ’
মৌসুমী বলেন, ‘আমাদের এখানে স্পোর্টস নিয়ে কম ছবিই হয়। একটা নতুন বিষয়ের ওপর ছবি হচ্ছে, তাই রাজি হয়েছি। ফুটবল আমার প্রিয় খেলা। ছবিটি করতে গিয়ে এই খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারব। ’ মে মাসের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।
০৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস