শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ০৭:০১:০৫

অপেক্ষায় থাকুন শীঘ্রই সবাইকে চমকে দেবো : বুবলী

অপেক্ষায় থাকুন শীঘ্রই সবাইকে চমকে দেবো : বুবলী

বিনোদন ডেস্ক : সংবাদ মাধ্যম থেকে সোজা চলচ্চিত্র মাধ্যমে প্রবেশ, এরপর থেকে দেশের আলোচিত নায়িকাদের মধ্য যে নামটি প্রথম সারিতে শোনা যায় তিনি শবনম বুবলী। ইতিমধ্যেই তার অভিনীত দুটি ছবির মুক্তি পেয়েছে। যে দুটি ছবি মুক্তি পেয়েছে দুটিই শাকিব খানের বিপরীতে। একটির শুটিং চলছে। সেটাও এ নায়কের সঙ্গে। এমনকি পরবর্তী অপেক্ষমাণ ছবিটিও শাকিবের সঙ্গে।

এসব অবস্থাকে কেন্দ্র করে প্রায়ই কানাঘুষা ও নানারকম গুঞ্জন উচ্চারিত হয় ফিল্মপাড়ায়। কেউ কেউ অভিযোগের সুরে বলেন, শাকিব খান ও অপু বিশ্বাসের সিকুয়েল হলো শাকিব-বুবলী। অর্থাৎ অপুর প্রথম দিকের ছবি বাছাইয়ের সিদ্ধান্ত যে রকম দেখা যেত সেটার প্রতিচ্ছবি নাকি পাওয়া যাচ্ছে বুবলির জীবনে।  

এমন অভিযোগের প্রতু্ত্তরে বুবলি বলেন, "আমি জানি না প্রায় সময় এ প্রশ্নটা শুনতে হচ্ছে কেন? সবে মাত্র দুটি ছবি মুক্তি পেল আমাদের। আগেই বলেছি, একটু বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তার মানে এই নয় যে, অন্য নায়কের সঙ্গে কাজ করব না। কিছু লোক বরাবরই সমালোচনা করছেন। তাদের কাজই সমালোচনা করা"

তিনি আরও বলেন, "ইতিমধ্যে অনেকের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শেষ হয়েছে। অপেক্ষায় থাকুন শীঘ্রই সবাইকে চমকে দেবো। আর হ্যাঁ, জুটি প্রথা যদি গড়ে উঠে সমস্যা কোথায়? এটা তো ফিল্মপাড়ায় নতুন কিছু নয়। "

এদিকে বুবলির অবয়ব এবং বাহ্যিক সৌন্দর্যের জন্য তাকে শহুরে কন্যা হিসেবে ভাবতে শুরু করেছেন অনেকেই। এ প্রসঙ্গে বুবলী বলেন, "হতে পারে প্রথম দুই ছবিতে আমার মেকাপ ও গেটাপ দেখে এই ধারাণা পোষণ করছেন অনেকেই। তাদের আশ্বস্ত করতে চাই, সব ধরনের চরিত্রেই মানাতে প্রস্তুত আমি। এছাড়া অহঙ্কার ছবিতে যে চরিত্রের অভিনয় করছি সেটাও ভিন্ন মাত্রার। এমনকি এ ছবির নামকরণও আমাকে দিয়েই। যদি তাই হতো তাহলে আলিয়া ভ্যাটের মতো একটি ড্যাসিং মেয়েকে হাইওয়ে সিনেমায় মানাতো না। এখানে চরিত্র নয় পরিস্ফুটন ও বাস্তবায়নটাই মুখ্য। "

০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে