শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ০৭:৫৫:৩৭

এই কাজে আমাকে আলিয়া সাহায্য করে : সিদ্ধার্থ

এই কাজে আমাকে আলিয়া সাহায্য করে : সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট্ট ও সিদ্ধার্থ মালহোত্র ফিল্ম দুনিয়ায় পা রেখেছিলেন এক সঙ্গেই। পরে তাদের রোম্যান্টিক সম্পর্ক নিয়ে আলোচনা চলেছিল অনেকদিন ধরেই। দু’জনের কেউই অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেনি।

সম্প্রতি একটি চ্যাট শো-তে আলিয়া জানিয়ে দিয়েছেন, সিদ্ধার্থ স্রেফ একজন ভালো বন্ধুই। তার বেশি বা কম বলতে তিনি রাজি হননি। এবার সিদ্ধার্থ জানালেন এক ব্যক্তিগত কথা। আলিয়াই তাকে অনলাইন কেনাকাটায় সাহায্য করেন।

মুম্বাইতে একটি স্পোর্টস ব্র্যান্ড ও অনলাইন শপিং সংস্থার অনুষ্ঠানে এসে সিদ্ধার্থ বলেন, ‘আমি অনলাইন কেনাকাটা করি। এটা খুব সহজ, সুবিধাজনক এবং অনলাইনে জিনিস পছন্দ করাটাও বেশ মজার। তবে এই কাজে আমাকে আলিয়া সাহায্য করে।’

শুধু আলিয়া নয়, পরিচালক করণ জোহরও সিদ্ধার্থকে বেশ কয়েকটি অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের নাম বলেছে বলে এই ৩২-বছর বয়সি অভিনেতা জানান।

আপাতত সিদ্ধার্থ ‘ইত্তেফাক’ নামে একটি ছবির রিমেকের শ্যুটিং-এ ব্যস্ত। রাজেশ খন্না ও নন্দা অভিনীত ওই ছবিটির রিমেকে সিদ্ধার্থের বিপরীতে রয়েছেন সোনাক্ষী সিনহা।

০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে