শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ০৯:৫৫:২৭

মোবাইলে অশ্লীল ভিডিও পাঠিয়ে জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্তা

মোবাইলে অশ্লীল ভিডিও পাঠিয়ে জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্তা

বিনোদন ডেস্ক : মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানো হচ্ছে। পাশাপাশি ফোন করে কুরুচি ইঙ্গিতপূর্ণ কথা বলে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের করলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনু ওয়ালিয়া৷

মুম্বাইয়ের বাঙ্গুরনগর থানায় সোনু অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরেই তাকে ফোন করে, ভিডিও পাঠিয়ে কেউ হেনস্তা করছে। নোংরা কথা বলছে। এমনকী তার মোবাইলে অশ্লীল ভিডিও পাঠাচ্ছে। অপরিচিত ওই ব্যক্তিকে সতর্কও করেছেন সোনু।

কিন্তু তাতে কোনও ফল হয়নি। উল্টো আরও ঘন ঘন ফোন আসা শুরু হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ৫৩ বছর বয়সী ওই অভিনেত্রী। সাবেক ‘মিস ইন্ডিয়া’ সোনু ‘খুন ভরি মাং’, ‘দিল আসনা হ্যায়’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকা৷ শাহরুখ খানের সঙ্গেও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন৷
০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে