শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ১১:১৩:৫৮

ব্যাগে বোমা রয়েছে : বিমানবন্দরে গ্রেফতার সুন্দরী মডেল

ব্যাগে বোমা রয়েছে : বিমানবন্দরে গ্রেফতার সুন্দরী মডেল

বিনোদন ডেস্ক : ‘‌আমার বন্ধুর ব্যাগে বোমা রয়েছে। সাবধানে তল্লাশি করবেন’‌। বিমানবন্দরে রক্ষীকে এই বলেই আতঙ্ক ছড়ালেন মুম্বাইয়ের এক সুন্দরী মডেল। ভারতের নিরাপত্তা বাহিনী সিআইএসএফের সঙ্গে বিবাদ চরমে উঠলে জানালেন, নেহাতই ঠাট্টা করছিলেন।

আতঙ্ক ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পান। দোষ প্রমাণিত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। তার ২ বন্ধুকেও শহর ছাড়তে বারণ করা হয়েছে। এসব ঝামেলায় ১ ঘণ্টা দেরিতে ছেড়েছে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান।

বৃহস্পতিবার সাহার বিমান বন্দর থেকে দিল্লিগামী বিমান ধরার কথা ছিল ২৭ বছরের মডেল কাঞ্চন ঠাকুরের। সঙ্গে ছিলেন ৩ বন্ধু। এক বন্ধুর মায়ের অসুস্থতার কারণে দিল্লি যাচ্ছিলেন তারা। রাত ৮টা নাগাদ বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়ান। সামনে ছিলেন কাঞ্চন। নিরারক্ষী তার ব্যাগ তল্লাশি করতে গেলে বলেন, বন্ধুর ব্যাগে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে সিআইএসএফ–কে খবর দেন ওই রক্ষী। তারা এসে জেরা শুরু করলে তর্ক জুড়ে দেন কাঞ্চন।

মডেল বলেন, সন্ত্রাসবাদীদের ধরতে পারা যায় না। তাহলে তাদের ওপর এত চোটপাট কেন?‌ তার পরেই স্বীকার করেন ঠাট্টার কথা। ৯টায় বিমানটি ছাড়ার কথা ছিল। এসব ঝামেলায় তা ১০টারও পরে ছাড়ে। কাঞ্চনের যে বান্ধবীর মা অসুস্থ, তাকে ছেড়ে দেন নিরারক্ষীরা। বাকি ৩ জনকে মুম্বাইয়ের সাহার থানায় নিয়ে যাওয়া হয়। আতঙ্ক ছড়ানোর জন্য ভারতীয় দণ্ডবিধির ৫০১(‌‌১)(‌বি)‌ ধারায় মামলা দায়ের হয়েছে।

০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে