রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ১২:০২:১৪

৪১ বছর কেটে গেছে, যে কারণে এখনো বিয়ে করেন না সুস্মিতা

৪১ বছর কেটে গেছে, যে কারণে এখনো বিয়ে করেন না সুস্মিতা

বিনোদন ডেস্ক: বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে সুস্মিতা সেন অন্যতম। ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন তিনি। ব্যক্তিজীবনেও কেটে যাচ্ছে একের পর এক বসন্ত। কিন্তু ৪১ বছর বয়সে এখনো বিয়ে করেন না সুস্মিতা।

দুই কন্যা সন্তান রেনে ও আলিশাকে দত্তক নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন এ অভিনেত্রী। বিয়ে না করায় প্রায়ই অনেক প্রশ্নে সম্মুখীন হচ্ছেন সুস্মিতা। কিন্তু কখনোই সদুত্তর কেউ পাননি বলিউডের এ অভিনেত্রী। বরং এড়িয়ে চলেছেন কোনো না কোনো ভাবে।

অবশ্য এতদিনে বিয়ে না করার সেই অজানা কারণ জানালেন সুস্মিতা। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। সেটার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি এখনো তেমন কারও দেখা পাইনি যে আগুন নিয়ে খেলতে ভালোবাসে।  

সুস্মিতার এমনই কথায় জল্পনার বাসা বাঁধতে শুরু হয়েছে বলিউড মহলে। তিনি আরো জানিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হত, কেন সিঙ্গেল? সুস্মিতা পাল্টা প্রশ্ন করতেন, কেন নয়? তার কথায়, আমি আমার পছন্দ মতো রয়েছি। অন্যদের পছন্দকেও আমি শ্রদ্ধা ও সম্মান করি। সিঙ্গেল হোক বা ডাবল আমাদের সব খেলাই কিন্তু জেতার জন্য।
০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে