রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ০৩:৫৭:১৬

বিয়ের পরে পরেই স্বামীর সঙ্গে দূরত্ব, কথা বন্ধ! কী ঘটেছিল জেনে নিন

বিয়ের পরে পরেই স্বামীর সঙ্গে দূরত্ব, কথা বন্ধ! কী ঘটেছিল জেনে নিন

বিনোদন ডেস্ক: আমার বিয়ের কিছুদিন পরেই প্রেগনেন্সি এসে গিয়েছিল। সেই সময় ‘বয়েই গেল’ জাস্ট শেষ হয়েছে। ওই সিরিয়ালটা চলতে চলতেই আমার বিয়ে হয়েছিল। আর শেষ হতেই আমি প্রচুর কাজের অফার পাচ্ছিলাম। অথচ তখন আমি প্রেগনেন্ট। আমি খুব ফ্রাস্টেটেড হয়ে গিয়েছিলাম ওই সময়টা। আমার খালি মনে হতো এত ভাল ভাল কাজ আসছে আমার কাছে অথচ আমি করতে পারছি না। তখন কিন্তু আমার হাজব্যান্ড অভিষেক আমাকে অনেক বুঝিয়েছিল।

অভিষেক খুব গো উইথ দ্য ফ্লো-তে বিশ্বাস করে। ও বলতো, ‘যেটা হচ্ছে হোক, যেভাবে হচ্ছে হোক, লাইফটাকে সেভাবেই এনজয় কর। আমরা তো প্ল্যান করে কিছু করিনি।’ অভিষেকের বক্তব্য ছিল যেটা হয়ে গিয়েছে, সেটা খুবই ভাল ঘটনা, এভাবেই ভাবা উচিত। আসলে জীবনে উইদাউট প্ল্যানিং যেটা হয়, সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং ওর কাছে।

ও সব সময় আমাকে বলতো, ‘ভাল হচ্ছে, দেখ ভাল হবে।’ কিন্তু তখন আমি কিচ্ছু শুনতে চাইতাম না। যে ভাল অফারগুলো আসছে, সেগুলো নিতে পারছি না, ইচ্ছেমতো কাজ করতে পারছি না— এই সবকিছুর জন্য অভিষেককে খুব ব্লেম করতাম। এমনও হয়েছে যে আমি ওর সঙ্গে অনেকটা সময় কথা বলিনি, দিনের পর দিন।

আমাদের বিবাহিত জীবনটা বেশ একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে ওই সময়। অথচ আমাদের তখন সদ্য বিয়ে হয়েছে বলা যায়। তার পর যখন আমার মেয়ে হল, আমিও ডেলিভারির পরে ঠিকঠাক সময়ে কাজেও ব্যাক করলাম, টানা কাজ করলাম, তখন আবার এত ব্যস্ততা শুরু হল যে মনে হতো একটু রিলিফ পেলে বাঁচি। তখন আমি রিয়্যালাইজ করলাম যে অভিষেক ঠিকই বলেছিল। দেখলাম আমার শ্বশুরমশাই, শাশুড়ি-মা, অভিষেক— সবাই মিলে গোটা বিষয়টা সামলে দিল— জাস্ট বাচ্চা হয়েছে, একটা তো ধকল ছিলই। যদিও আমার কোনও কমপ্লিকেশনস ছিল না, যা অনেকেরই থাকে।

কিন্তু অনেক দায়িত্ব ছিল এবং বাড়ির সকলের সাপোর্ট না পেলে, পরিবারের সবাই সেই দায়িত্বগুলো ভাগ না করে নিলে, এতটা তাড়াতাড়িও হয়তো ডেলিভারির পরে কাজে ফিরতে পারতাম না। আমি আগেও অন্য সাক্ষাৎকারে বলেছি যে আমার মেয়ের দেড়মাস বয়স থেকেই প্রায় আমি নিয়মিত আবার কাজ করতে শুরু করি। সেই সময়টায় বুঝেছিলাম অভিষেক কতটা ঠিক ছিল। সব সময় প্ল্যান করে কিছু হয় না। আর প্ল্যানিং ছাড়া যেটা ঘটে, সেটা যে খারাপ হচ্ছে তা কখনওই বলা যায় না। আমার কনফেশন এটাই যে আমি প্রেগনেন্সির শুরুতে সেটা বুঝিনি। অভিষেককে কিছুদিনের জন্য হলেও কষ্ট দিয়েছি।-এবেলা
০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে