সোমবার, ০৬ মার্চ, ২০১৭, ০১:১১:৫৫

নিজের পাড়াতেই মার খেলেন এই অভিনেতা

 নিজের পাড়াতেই মার খেলেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজের পাড়াতেই মার খেলেন ছোটপর্দার পরিচিত অভিনেতা। হরিদেবপুরের ঘটনা। আক্রান্ত হয়েছেন জুনিয়র আর্টিস্ট সোহেল দত্ত। রবিবার সন্ধেয় বাবা-মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন সোহেল।

 ধারাপাড়া রোড ও করুণাময়ী ব্রিজের কাছে, এক ব্যক্তির সঙ্গে কয়েকজনের হাতাহাতি হতে দেখেন তাঁরা। ওই ব্যক্তি সোহেলদের পরিচিত। সোহেল তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পুলিস সৌরভ সিং নামে এক যুবককে আটক করেছে।

 পুলিস জানিয়েছে, ওই সৌরভ সিং এক পার্টি থেকে ফিরছিল। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। দুটি গাড়িকে ধাক্কাও মারে। তারপরেই সোহেলের পরিচিত ব্যক্তির সঙ্গে তার বচসা হয়।-জি নিউজ
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে