মঙ্গলবার, ০৭ মার্চ, ২০১৭, ০৯:৫৭:০২

“হৃদয় জুড়ে” ছবির শুটিংয়ে আজ রাত ১২টা বাজলেই চিত্রনায়ক নিরবের ফাঁসি!

 “হৃদয় জুড়ে” ছবির শুটিংয়ে আজ রাত ১২টা বাজলেই চিত্রনায়ক নিরবের ফাঁসি!

বিনোদন ডেস্ক: ‘আজ রাতে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে।’ হাসছেন নিরব।

ফাঁসি হবে, আর আপনি হাসছেন?

‘আমার কিন্তু একটুও ভয় করছে না। বরং ওই সময়টার জন্যই আমি অপেক্ষা করছি।’

আপনার অপরাধ?

‘এখনো জানিনা।’

বলেন কী?

‘হ্যাঁ, তাহলে শুনুন বলছি, আজ আমার “হৃদয় জুড়ে” ছবির শুটিং শুরু হচ্ছে।’

রাত ৯টা। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সুনসান নীরবতা। কয়েক পা এগিয়ে চোখে পড়লো ফাঁসির মঞ্চ। মঞ্চে কয়েদির পোশাকে দাঁড়িয়ে আছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক নিরব।

তার সামনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন জেল পুলিশ। চোখে পড়লো ম্যাজিস্ট্রেট, জেলার আর জল্লাদদের। সবার মধ্যেই উৎকণ্ঠা।

খোঁজ নিয়ে জানা গেল, রাত ১২টা বাজলেই নিরবের ফাঁসি! তিনি খুন এবং .. মামলায় ফেঁসে গেছেন! তাই তার ফাঁসি দেয়া হবে!

এটি রফিক সিকদারের পরিচালিত ‘হৃদয় জুড়ে’ ছবির দৃশ্য। এতে নায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনয় করছেন।

পরিচালক জানান, ‘গল্পের প্রয়োজনে এমন দৃশ্যের আয়োজন করা হয়েছে। বাকিটা চমক হিসেবে রাখতে চাই।’

এরই মধ্যে ফাঁসির মঞ্চ থেকে নেমে আসলেন নিরব। কথা হলো তার সঙ্গে। তিনি বলেন, ‘এই প্রথমবার ফাঁসির মঞ্চে উঠলাম। ছবির জন্য হলেও চরিত্রটি মনের মধ্যে এমনভাবে ধারণ করেছি যে, নিজেকে ফাঁসির আসামিই মনে হচ্ছিল!’

‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মঙ্গলবার (৭ মার্চ) থেকে ছবির শুটিং শুরু হয়েছে। চলবে পুরো মার্চ।

ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতার প্রিয়াঙ্কা সরকার এখন ঢাকাতেই রয়েছেন।
০৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে