বিনোদন ডেস্ক : চোখে তীক্ষ্ণ দৃষ্টি। কাঁধ বেয়ে খোলা চুল! হাতে হুকো! ঘাড় বেঁকিয়ে বসে রয়েছেন চেয়ারে! হেলানো বন্দুক! ডাকাতরানী নন! বেগম জান! এক ভয়ঙ্করী রুপে বিদ্যা বালান! সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’র হিন্দি রূপ। পটভূমি বাংলার বদলে পাঞ্জাব। প্রযোজক মহেশ ভাট।
এদিন ‘বেগম জান’এর প্রথম পোস্টার টুইটারে পোস্ট করলেন বিদ্যা বালান। পোস্টারে লেখা, ‘আমার শরীর। আমার বাড়ি। আমার দেশ। আমার শাসন।’ টুইটারে বিদ্যার বার্তা, ‘আমি আসছি’। ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। মূল চরিত্রে বিদ্যা।
অন্যান্য চরিত্রে রয়েছেন নাসিরউদ্দিন, ইলা অরুণ, গওহর খান, রাজিত কাপুর, পল্লবী শারদা। পল্লবীর টুইট, ‘আমাদের বেগম জানের সঙ্গে অবশ্যই দেখা করবে কিন্তু!’ এটিই সৃজিত মুখার্জির প্রথম হিন্দি ছবি।
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস