বুধবার, ০৮ মার্চ, ২০১৭, ০৯:৩২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আইডল: নায়িকা পূর্ণিমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আইডল: নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার আইডল। কেউ ভেবে বসবেন না এটা দলগত কারণে। তাঁকে আইডল মানার অনেক কারণ আছে। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি রাজনীতিতেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। মাঝখানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ততা। পঁচাত্তরের প্রেক্ষাপট শেখ হাসিনাকে বাধ্য করল রাজনীতিতে নেতৃত্ব গ্রহণ করতে।

সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে সক্রিয় এ নেত্রী অল্প দিনেই মেধা ও মনন দ্বারা রাজনীতির গতিপথ পাল্টে দিলেন। আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং দেশগড়া হলো তাঁর ব্রত। তিনি আজ তিনবারের প্রধানমন্ত্রী। শুধু দেশীয় পরিপ্রেক্ষিতে নয়, আন্তর্জাতিক দরবারেও তিনি উজ্জ্বল।

তিনি আজ সংগ্রাম, উন্নয়ন, নেতৃত্বে বিশ্বের নারীদের রোল মডেল। তিনি শুধু দেশনেত্রীই নন, একজন মমতাময়ী মা। বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ তিনি তাঁর মতো করেই সাজিয়েছেন। আদর্শ ধরে রেখে এত বড় একটা দলকে সামলাচ্ছেন। দলকে নিয়ে অনেক কঠিন পথ পাড়ি দিয়েছেন। এসব নারীদের প্রেরণা জোগায়।-কালের কণ্ঠ
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে