নওশাবার ‘আলঙা নোঙর’
বিনোদন ডেস্ক : প্রায় শেষ পর্যায়ে রয়েছে নওশাবা অভিনীত ও বিজ্ঞাপন নির্মাতা ওয়াহিদ তারেক পরিচালিত ‘আলগা নোঙর’ চলচ্চিত্র। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি দেয়া হতে পারে বলেই খবর জানা গেছে।
এদিকে এ ছবিটিতে সম্পূর্ণভাবেই মেকআপ ছাড়াই অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী নওশাবা আহমেদ। গল্পের প্রয়োজনেই তাকে এমনটি করতে হয়েছে।
এটি একটি পিরিয়ড ফিল্ম। অন্যান্য দেশে পিরিয়ড ফিল্ম বেশ জনপ্রিয়। বাংলাদেশে এর জনপ্রিয়তা তেমন একটা নেই বললেই চলে। তারপও বাংলাদেশে তৈরি হচ্ছে এমন চলচ্চিত্র। বাংলাদেশের নব্বই দশক তুলে ধরা হবে এ ছবিতে।
ছবিটিতে নওশাবাকে দেখা যাবে, বাংলাদেশের এক বন্দর এলাকার মেয়ে। মেয়েটা ঠিকমতো খেতে পায় না। সম্পূর্ণ প্রান্তিক একটি মেয়ে। বিভিন্ন সময়ে তার জীবনে বিভিন্ন পুরুষের উপস্থিতিকে কেন্দ্র করে গল্প এগিয়ে যাবে।
পুরুষদের ছোট ছোট গল্প এবং তাদের উপস্থিতিতে নায়িকার মানসিক অবস্থা বিশ্লেষন করা হয়েছে। এই চ্যালেঞ্জিং চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে নওশাবা অনেক পরিশ্রম করেছেন।
নওশাবা তার মোবাইল ছেড়ে, সামাজিক যোগাযোগের মাধ্যম ছেড়ে, একেবারেই বিচ্ছিন্ন ছিলেন চট্টগ্রামে। তিন-চার মাস কোন ধরনের প্রোটিন জাতীয় খাবার খাননি।
নওশাবা বলেন, যেহেতু নব্বই দশকের গল্প। ওয়াহিদ তারেক আমাকে ওইরকম জীবনযাপনের মধ্যেই রেখেছিলেন। আমিও চেষ্টা করেছি, একেবারে বিচ্ছিন্ন হয়ে একটি রুমে পড়ে থাকার। চট্টগ্রামেই আমাদের ক্যাম্প ছিল। ওখানেই কর্মশালা হয়েছে।
‘আলগা নোঙর’-এর দৃশ্যধারণ শেষের পর সম্পাদনাও শেষের দিকে। নির্মাতা ওয়াহিদ তারেকের ইচ্ছা ডিসেম্বরে ছবিটি মুক্তি দেবেন।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�