গান গেয়ে দিনে ৮০ লাখ
বিনোদন ডেস্ক : রোমান্টিক সব গানের জন্য এ পপতারকা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন। সম্প্রতি তিনি আবার গান গেয়ে আয়ের দিক দিয়ে উঠে গেছেন শীর্ষে। পাশাপাশি দানশীল সেলিব্রেটি হিসেবেও ছড়িয়েছেন নাম। প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৮০ লক্ষ টাকা) করে উপার্জন করছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। কথাটি শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু এটাই সত্যি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার আয় করেছেন সুইফট। ২৫ বছর বয়সী এই গায়িকা নতুন স্টুডিও অ্যালবাম ‘নাইনটিন এইটি নাইন’ বিক্রি, কনসার্ট ও বিজ্ঞাপনী চুক্তি থেকে এই পরিমান অর্থ আয় করেছেন। খবরটি প্রকাশ করেছে সানডে এক্সপ্রেস।
খবরে বলাহয়, প্রতিদিনের গড় হিসাবে ১০ লাখ ডলার আয় করায় বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী সংগীতশিল্পী হওয়ার রেকর্ড গড়লেন সুইফট। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক মিডিয়া বিশ্লেষক মাইক রাইয়া জানান, টেলর সুইফট এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। আয়োর দিক দিয়ে সংগীত শিল্পে অন্য সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার তারকা জুটির তালিকায় এক নম্বরে স্থান করে নেন টেলর সুইফট ও তার প্রেমিক ক্যালভিন হ্যারিস।
বছরের শুরুতে লন্ডনে নারী অধিকার আদায়ে 'টাইম ফর চেঞ্জ' কনসার্টের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে অনুদানও দেন তিনি। শীর্ষ দশ সেলিব্রেটিদের মধ্যে আরও আছেন ম্যাকলেমোর এবং রায়ান লুইস, সান্ড্রা বুলক, কেরি ওয়াশিংটন, ইয়ান সমারহাল্ডার, রায়ান সিক্রেস্ট এবং কেরি আন্ডারউড। সম্প্রতি গান গেয়েই টেইলর সুইফট গত বছর আয় করেছে রেকর্ড পরিমান অর্থ। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন 'বিলবোর্ড'-এর মাধ্যমে জানা যায়, গত বছর সংগীত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন এই টেইলর সুইফটই। তিনি পেছনে ফেলে দিয়েছেন ম্যাডোনা, লিল ওয়েনি, বিয়োন্সে এবং লেডি গাগার মতো তারকাদের।
'বিলবোর্ড'-এর দৃষ্টিতে সুইফটের পরই 'মানি মেকার' হিসেবে এসেছে 'ইউ ২' ব্যান্ডের নাম। শুধু গান দিয়েই তাদের আয় বছরে আয় হয়েছে ৩২ মিলিয়ন ডলার। আর সবচেয়ে আয় করে এই তালিকার প্রথম পাঁচে স্থান করে নিয়েছেন কেনি চেসনি, লেডি গাগা এবং লিল ওয়েনি। এই তালিকায় বছরের সবচেয়ে 'বিলবোর্ড' জানিয়েছে, সুইফটের মোট ৩৫ মিলিয়ন ডলার, গত বছরের হিসাব অনুযায়ী। শুধু সংগীত সংক্রান্ত কাজে থেকেই আয় করা অর্থ এই হিসাবে ধরেছে 'বিলবোর্ড' কর্তৃপক্ষ। যেখানে আছে কনসার্ট, মিউজিক্যাল ওয়ার্ল্ড ট্যুর এবং অ্যালবাম থেকে আয়।
টেইলর সুইফটের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। তার বাবার নাম স্কট সুইফট, যিনি পেশায় একজন শেয়ার ব্যবসায়ী। সুইফটের মায়ের নাম অ্যান্ড্রি। সুইফটের একটি ছোট ভাই আছে, নাম অস্টিন। টেইলর সুইফট এনবিসির স্থানীয় স্যাটারডে নাইট লাইভের একজন সদস্য ছিলেন। তিনি এ ব্যাপারে ছোটদের কমেডি গ্রুপ থিয়েটার লাইভ দ্বারা অনুপ্রাণিত হন। কারাওকেতে সুইফটের কৃতিত্ব দেখে গ্রুপের প্রতিষ্ঠাতা ক্রিক ক্রেমার তার মাকে কান্ট্রি সংগীতের উপর সুইফটকে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন। এ সময় ক্রেমার এক স্থানীয় দোকানে ছোটদের কারাওকে দিয়ে কান্ট্রি সংগীতের আসরের আয়োজন করেন। প্রতি সপ্তাহের শেষ দিন রাত্রিতে এই আয়োজন হতো। এখানে সুইফট অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন। এরপর সুইফট প্রায়ই স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও সংগীতের আসরে কান্ট্রি সংগীত গাইতেন। সেখান থেকেই মূলত তার ক্যারিয়ারের পথচলা শুরু।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�