সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১০:৩৮:৫১

মিউজিক অ্যাওয়ার্ডস প্রিয়াংকার ঝুলিতে

মিউজিক অ্যাওয়ার্ডস প্রিয়াংকার ঝুলিতে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার অর্জনের তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমশ। আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’তে দূর্দান্ত অভিনয় করে এ সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেসঙ্গে যোগ হলো নতুন আরেকটি প্রাপ্তি। এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে (এমটিভি ইএমএ) বেস্ট ইন্ডিয়া অ্যাক্ট বিভাগের পুরস্কার জিতলেন ভারতীয় এই অভিনেত্রী-গায়িকা। প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বি ছিলেন মনিকা দোগরা, ইন্ডাস ক্রিড ব্যান্ড, দ্য স্কা ভেঞ্জার্স ব্যান্ড ও ইউর শিন ব্যান্ড। তবে বিজয়ের সোনার হরিণ মুঠোবন্দি করলেন ৩৩ বছর বয়সী প্রিয়াংকাই। ভায়াকম এইটিনের ইংলিশ এন্টারটেইনমেন্ট চ্যানেলের হেড অব রিসোর্স ফারজাদ পালিয়া বলেছেন, ভারত ও বহির্বিশ্বে প্রিয়াংকা চোপড়ার অনেক ভক্ত। অনেক মাইলফলক গড়ে সাফল্য ও খ্যাতি দুটোই পেয়েছেন তিনি। সম্প্রতি বিজয়ী হিসেবে প্রিয়াংকার নাম ঘোষণা করা হলেও সংগীতশিল্পী এড শিরান ও রুবি রোজের উপস্থাপনায় আগামী ২৬শে অক্টোবর ইতালির মিলানে জমকালো আয়োজনে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। উল্লেখ্য, তিন বছর আগে নিজের প্রথম গান ‘ইন মাই সিটি’ বের করেন প্রিয়াংকা। প্রকাশের প্রথম সপ্তাহে এর ১ লাখ ৩০ হাজার কপি বিক্রি হয়েছে। ২০১২ সালে ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসে বেস্ট ফিমেল আর্টিস্ট, বেস্ট সং ও বেস্ট ভিডিও বিভাগে মনোনয়ন পান তিনি। ২০১২-১৩ মৌসুমের এনএফএল-এর সানডে নাইট ফুটবলের থিম সংও ছিলো এই গান। পিয়াংকা ২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওয়ালের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি "ফ্যাশন" ছবির জন্য "সেরা অভিনেত্রী" হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে