মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৫:০৩:৩৯

ধর্মীয় ভাবাবেগে আঘাত, রোষের মুখে কমল হাসান

ধর্মীয় ভাবাবেগে আঘাত, রোষের মুখে কমল হাসান

বিনোদন ডেস্ক : হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল দক্ষিণে মেগাস্টার কমল হাসানের বিরুদ্ধে। মহাভারত নিয়ে তার একটি মন্তব্যের জন্য তিরুনেলভেলি জেলা আদালতে মামলা করেছে হিন্দু মাক্কাল কাচ্চি নামে উগ্র হিন্দুত্ববাদী এক সংগঠন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্‍‌কার দিতে গিয়ে মহাভারত সম্পর্কে কমল বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। মহাকাব্য মহাভারতে পুরুষদের জুয়ার আসরে পাঞ্চালিকে বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে বলে কমল মন্তব্য করেছিলেন। অভিযোগ, তার এই মন্তব্যে বিভিন্ন দলের মধ্যে শত্রুতা তৈরি হতে পারে ও সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে। কমলকে অহিন্দু বলে তোপ দেগে ওই হিন্দুত্ববাদী সংগঠন বলেছে, সাহস থাকলে বাইবেল বা কোরানের বিরুদ্ধে একইভাবে বলে দেখান এই অভিনেতা।

জাল্লিকাট্টু থেকে শুরু করে দ্রাবিড়ীয় রাজনীতি - সাম্প্রতিক কালে নানা বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে দক্ষিণে এই বিখ্যাত অভিনেতাকে। কয়েক দিন আগে তামিলনাড়ুতে যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল, তখনও নিজের পছন্দের মুখ্যমন্ত্রীর কথা প্রকাশ্যে বলতে পিছপা হননি কমল হাসান।
২১মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে