মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৬:৩০:১৫

সুনীলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কপিল শর্মা

সুনীলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কমেডি শো দ্য কপিল শর্মা শো-এর সহ অভিনেতা সুনীল গ্রোভারের কাছে ক্ষমা চেয়ে নিলেন কপিল শর্মা। সম্প্রতি বিমানে যাতায়াতের সময় সুনীলকে চড় মারেন কপিল। অভিযোগ ওঠে, সে সময় মদ্যপ ছিলেন কপিল। ফেসবুকে তাদের বচসার কথা স্বীকার করেন কপিলও।

ক্ষুব্ধ সুনীল কপিলের সঙ্গে আর কাজ না করার কথা জানিয়ে দেন। মঙ্গলবার টুইটারে ক্ষমা চেয়ে কপিল লিখেছেন, ‘‌পাজি, তোমাকে অনিচ্ছাকৃত আঘাত করার জন্য আমি দুঃখিত। তুমি তো জান, আমি তোমাকে কত ভালবাসি। আমি নিজেও হতাশ। তোমাকে চিরকাল ভালবাসবো।’‌

‘‌দ্য কপিল শর্মা শো’‌য়ের অন্যতম অভিনেতা সুনীল ‘‌ডঃ মাসুর গুলাটি’‌, ‘গুটি’‌র চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। মতপার্থক্য মিটিয়ে নিতে কপিলকে অনুরোধ করেন তার ফ্যানেরা। এরপরেই টুইট করেন কপিল। সুনীল এবার কী করবেন, সেটাই দেখার।
২১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস ‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে