মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ০৮:৪১:৪৬

যে কারণে শাহরুখকে বিয়ে করতে চান করণ জোহর!

যে কারণে শাহরুখকে বিয়ে করতে চান করণ জোহর!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও করণ জোহরের বন্ধুত্ব দীর্ঘ দিনের। কেরিয়ারে পরিচালক-অভিনেতা হিসেবে যেমন বহু ছবি করেছেন, তেমনই ব্যক্তি জীবনেও তাদের বন্ধুত্ব বলিউডে বেশ আলোচিত। এ হেন করণ হঠাৎই শাহরুখ খানকে বিয়ে করতে চাইলেন! সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়ার পর এ কী পরিবর্তন পরিচালকের?

না! এই ইচ্ছার কথা নিজে থেকে বলেননি করণ। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার কাছে তিনটি অপশন দেওয়া হয়। শাহরুখ খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। জানতে চাওয়া হয়, এদের মধ্যে কাকে বিয়ে করতে চান, কে তার শত্রু? আর বন্ধুই বা কে?

উত্তরে করণ বলেন, ‘আমি শাহরুখ খানকে বিয়ে করতে চাই। কারণ ওর বাংলোটা আমার খুব পছন্দের।’ এরপরেই করণ জানান, ঐশ্বরিয়া আর সিদ্ধার্থকে তিনি মেরে ফেলতে চান। কারণ কোনও ভাবেই ওই প্রশ্নের উত্তর তিনি দেবেন না।
২১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে