সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ১০:৩৬:৫১

নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মিজু আহমেদ

নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন মিজু আহমেদ

বিনোদন ডেস্ক : ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ। পর্দা নেগেটিভ চরিত্রে অভিনয়ের কারণে বাঙালীর চোখে খলনায়ক হলেও বাস্তব জীবনে কিন্তু ছিলেন তার পুরোই উল্টো। নীতি ও সততার সঙ্গে জীবন কাটানো পাশাপাশি ধার্মিকও ছিলেন।

বিপদে বহুবার মানুষের পাশে দাঁড়িয়েছেন মিজু আহমেদ। নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ আদায় করতেন। অবসরে সময় ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতেন। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বেশি পছন্দ করতেন তিনি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং একমাত্র ছোট সন্তান হারসাতকে নিয়েই তার পরিবার।

আজ সোমবার একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন। হঠাৎ ঐ সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি। পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৫৩ সালের ১৭ নভেম্বর তারিখে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা এই ৬৪ বছর বয়সী অভিনেতা ১৯৯২ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান। শিক্ষাগত যোগ্যতার দিকে থেকে তিনি বিএসসি পাশ।

২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে