মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ০১:৫২:০৭

লতা মঙ্গেশকরের বাসায় রুনা ও আঁখি

 লতা মঙ্গেশকরের বাসায় রুনা ও আঁখি

বিনোদন ডেস্ক: কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী রুনা লায়লা ও আঁখি আলমগীর। গতকাল সোমবার রাতে ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন আঁখি। লিখেছেন, ‘অবশেষে দেবীর সাথে দেখা হয়েছে। এক এবং একমাত্র লতা মঙ্গেশকর।’

ফেসবুকে আঁখি আরও জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় তারা মুম্বাই পেডার রোডে প্রভুকুঞ্জে লতা মঙ্গেশকরের ফ্ল্যাটে দেখা করেন। এ সময় আঁখিকে আশীবার্দ করেন লতা। আঁখিকে কিছু উপহার দেন লতা। রুনাকে একটি শাড়ি, নিজের আত্মজীবনী, ভাগ্নী রচনার লেখা বই এবং নিজের গানের সিডি উপহার দেন। আর তাকে একটি জামদানি শাড়ি উপহার দেন রুনা। এ সময় আরও উপস্থিত ছিলেন লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে বায়েজনাথ মঙ্গেশকর ও ভাগ্নী রচনা।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের মুম্বাই যান বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে ছিলেন আঁখি আলমগীর। ২৬ মার্চ সন্ধ্যায় তাজমহল প্যালেস হোটেলের বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন।

মুম্বাই যাওয়ার আগে রুনা লায়লা জানান, এই অনুষ্ঠানে তাকে সার্কের শুভেচ্ছা দূত হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তিনি মুক্তিযুদ্ধ, গান আর সার্কের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবেন।’
২৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে