বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০৭:৫৭:২২

‘শোলে’-র এই একটি দৃশ্যই শ্যুট করতেই লেগেছিল কয়েক বছর

‘শোলে’-র এই একটি দৃশ্যই শ্যুট করতেই লেগেছিল কয়েক বছর

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার গতিধারাকেই বদলে দিয়েছিল ‘শোলে’। এতবড় কর্মাশিয়াল হিট ’৯০ সালের আগে কোনও ছবিই দিতে পারেনি।

‘শোলে’-র সংলাপ, সঙ্গীত ও আবহ, সেই সঙ্গে দৃশ্যরচনা সিনেমাপ্রেমীদের মনে বার বার করে ফিরে আসে। এটা এমন এক সিনেমা, যা বার বার দেখলেও মনে হয় নতুন করে দেখছি— এমন দাবি বহু সময়ে বহু সিনেমাপ্রেমী করেছেন। ‘শোলে’ প্রকৃতপক্ষেই ভারতের চলচ্চিত্র ইতিহাসে ‘কাল্ট’ হয়ে গিয়েছে। কিন্তু, এই সিনেমা নিয়ে এখনও এমন প্রচুর চমকদার তথ্য আছে, যার অনেককিছুই আমরা জানি না।

কিছুদিন আগেই মুম্বইয়ে শোলের পরিচালক রমেশ সিপ্পির একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি এমন এক তথ্য সামনে নিয়ে এলেন যা সাধারণ সিনেমাপ্রেমীরা জানতেনই না।

শোলের একটি দৃশ্য ছিল— সন্ধ্যা নামছে। আর গেস্ট হাউসের বারান্দার কাঠের খুঁটিতে হেলান দিয়ে মাউথ অর্গান বাজিয়ে চলেছেন অমিতাভ। আর সঞ্জীব কুমারের বিধবা পুত্রবধূর ভূমিকায় জয়া বচ্চন বারান্দায় লন্ঠন জ্বালাচ্ছেন।

অমিতাভ জানিয়েছেন, কয়েক মিনিটের এই একটি দৃশ্যের শ্যুটিং করতে তাঁদের ৩ বছর সময় লেগে গিয়েছিল। কারণ, সন্ধ্যার আকাশে যে আলো পাওয়া যাচ্ছিল তাতে দৃশ্যের গভীরতা বাড়ছিল না। ফলে, অসংখ্যবার এই দৃশ্যের শ্যুটিং হলেও শুধুমাত্র কাঙ্ক্ষিত ‘ম্যাজিক লাইট’ না থাকায় বার বার ফেলে দেওয়া হচ্ছিল শ্যুটিং-এর অংশ। অবশেষে ৩ বছরের মাথায় সেই ‘ম্যাজিক লাইট’ পেয়েছিলেন রমেশ সিপ্পি। অবশেষে সম্পন্ন হয়েছিল এই দৃশ্যের শ্যুটিং।-এবেলা
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে