শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৯:১৯:৫৩

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদি

আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদি

বিনোদন ডেস্ক: বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্ব ধারণ করা হয়েছে সুন্দরবনের আকাশলীনা পর্যটনকেন্দ্রে। সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনশিল্পের সম্ভাবনা নিয়ে রয়েছে তিনটি প্রতিবেদন।

থাকবে ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা এবং মুক্তাগাছার গ্রামে তিন বিদেশি নাগরিকের কৃষিখামারের ওপর দুটি প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে বার্সেলোনার মিউজিয়াম অব ইল্যুশনের ওপর। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুরে আলী আকবর রুপু। ঐতিহ্যবাহী পটগান পরিবেশন করেছে সাতক্ষীরার সুশীলন সাংস্কৃতিক দল। নুতন আরেকটি পর্ব সংযুক্ত হয়েছে ‘ইত্যাদি’তে। দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়া নাট্যাংশে রূপান্তর করে প্রচার করা হবে। রয়েছে নিয়মিত পর্ব মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে