মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১০:৩৮:১২

পাঁচ বছরের পরিকল্পনার ফসল ‘আয়নাবাজি’

পাঁচ বছরের পরিকল্পনার ফসল ‘আয়নাবাজি’

বিনেদান ডেস্ক : বাংলাদেশের প্রথম সারির বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পাঁচ বছর ধরে ‘আয়নাবাজি’ চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। গতকাল থেকে শুরু হয়েছে নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র ডাবিং। রাজধানীর গুলশানের সাউন্ডবক্স স্টুডিওতে অমিতাভ রেজাসহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। আয়নাবাজির নায়িকা মাসুমা রহমান নাবিলা জানালেন, ‘প্রথমধাপে সিনেমার পার্শ্বচরিত্রগুলো ডাবিংয়ে অংশ নিচ্ছে। পরের ধাপে নভেম্বরের মাঝামাঝির দিকে মেইন ক্যারেক্টারগুলো মানে আমি ও চঞ্চলভাইসহ অন্যান্যরা ডাবিংয়ে অংশ নেব।’ নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘আয়নাবাজি একটি শহরের গল্প; যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া হয়, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। সিনেমা মানেই নায়ক আর নায়িকা এই ধারার বাইরে থাকতে চাই।’ পরিচালক অমিতাভ রেজা ছবির সব চরিত্রকেই এগিয়ে রাখলেন এভাবে, ‘আমার সিনেমার জন্য সব চরিত্রই গুরুত্বপূর্ণ। আলাদা করে কেন্দ্রীয় চরিত্র বা জুটি নেই। আমরা আসলে গতানুগতিক সিনেমার ভাবনাটা ভাঙতে চাই।’ অমিতাভ রেজা ও নাবিলার প্রথম চলচ্চিত্র এটি। ৮ জুন ঢাকায় ‘আয়নাবাজি’ ছবির শুটিং শুরু হয়। ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। শুটিং শেষ হয় ২৮ আগস্ট। আয়নাবাজিতে আরও অভিনয় করছেন লুত্ফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওন। ছবিটি প্রযোজনা করছে কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। পরিচালক জানান, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আয়নাবাজির কাজ। এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে