শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৬:২৯:০১

জোকস শুনে দর্শকরা হাসছেন না, শুটিং সেটে হতাশ কপিল শর্মা

জোকস শুনে দর্শকরা হাসছেন না, শুটিং সেটে হতাশ কপিল শর্মা

বিনোদন ডেস্ক : তার জোকস শুনে দর্শক হাসছেন না, এমন পরিস্থিতি কপিল শর্মার কল্পনার অতীত ছিল। কিন্তু ঠিক সেই ঘটনাই নাকি ঘটল 'দ্য কপিল শর্মা শো'-এর শুটিংয়ে। সূত্রের খবর, এর জেরে নাকি শুটিং বন্ধ রাখেন তিনি।

ঘটনাটি ঠিক কী?

সূত্রের খবর, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির জেরে এই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি সুনীল গ্রোভার। কিন্তু তার শুটিংয়ে না থাকাটা বা অনস্ক্রিন সুনীলকে দেখতে না পাওয়াতে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শকদের মনে। পাশাপাশি বেরিয়ে গিয়েছেন আলি আসগর, চন্দন প্রভাকর ও সুগন্ধা মিশ্রও। গত কয়েকদিনের ঘটনাক্রম দেখেও বেশ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ।

এই পরিস্থিতিতে শুটিং-এ কপিলের জোকস শুনে কোনও প্রতিক্রিয়া দেননি দর্শকরা। অন্য সময় তারাই হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় প্রাথমিক ভাবে হতাশ হয়ে পড়েন কপিল। তার জেরে নাকি শুটিং বন্ধ করে দেন। ততক্ষণে প্রায় ১৫ মিনিটের শুটিং হয়ে যাওয়ায় বাকিটা শেষ করার জন্য তাকে অনুরোধ করা হয়।

বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনা দাবি করে বলা হয়েছে যে, 'দ্য কপিল শর্মাস' শো-এর এক সদস্য জানিয়েছেন, কিকু সারদা, সুমনা চক্রবর্তী এবং সদ্য শো-তে যোগ দেওয়া রাজু শ্রীবাস্তবদের নিয়ে শ্যুটিং শুরু করেছিলেন কপিল। কিন্তু, দেখা যায় মঞ্চে আসার পর কপিলের কথায় দর্শকদের মধ্যে থেকে কোনও প্রতিক্রিয়া আসছে না।

কপিল হাসির কথা বললেও দর্শকরা হাসছিলেন না। দর্শকদের মধ্যে থেকে এমন প্রতিক্রিয়া কপিলের কাছে সম্পূর্ণভাবেই আশ্চর্যের। কপিলের আগের যত শো হয়েছে তাতে স্বতস্ফূর্ত সাড়া পাওয়া যেত। দর্শকরা নিজে থেকেই জোরে হাততালি দিয়ে কপিলকে আহ্বান করতেন।

দর্শকদের প্রতিক্রিয়াহীন মনোভাব দেখে হতাশ হয়ে পড়েন কপিল শর্মা এবং এরপরই শো-এর শ্যুটিং বন্ধ করে দেন। ততক্ষণে ১৫ মিনিটের শ্যুটিং হয়ে গিয়েছিল। কিন্তু, হতাশ কপিল শ্যুটিং করতে রাজি হননি। কিকু সারদা এবং সুমনা চক্রবর্তীকেও জানিয়ে দেওয়া হয় শ্যুটিং বাতিলের কথা।

'দ্য কপিল শর্মাস শো'-এর এক সদস্যের মতে, সুনীল গ্রোভার, আলি আসগর, চন্দন প্রভাকরদের সঙ্গে কপিলের গণ্ডগোল এতটাই প্রচার পেয়েছে যে শো-এর টিআরপি হুহু করে পড়েছে। সুনীলও যে 'দ্য কপিল শর্মা শো'-এর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তা এখন বুঝতে পারছেন কপিল।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে