শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৭:৪৭:০৫

যে খুশিতে আবেগের বন্যায় ভাসলেন শাহরুখ খান

যে খুশিতে আবেগের বন্যায় ভাসলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : দিল্লি থেকে আসা একটা ছেলে। অভিজ্ঞতা বলতে মঞ্চের অভিনয়। একদিন মুম্বাইয়ের মেরিন ড্রাইভে দাঁড়িয়ে কেন কে জানে বলে উঠেছিল, একদিন রাজত্ব করবে এই শহরে। অক্ষরে অক্ষরে পালন করেছে সেই কথা। আজ তিনি বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। মুম্বাই শহরে নিজের ২৫ বছর পূর্ণ করলেন কিং খান। যাকে সেলিব্রেট করলেন শনিবার ভোরের এই আবেগতাড়িত টুইট দিয়ে।

বেড়ে ওঠা দিল্লিতে হলেও মায়ানগরী মুম্বাই ‘বাজিগর’-কে পরম স্নেহে আপন করে নিয়েছে। দিয়েছে তাকে রোম্যান্স কিং-এর তকমা। তাই এই দিনটাকে সেলিব্রেট করছেন নিজের সংস্থার নতুন ভিএফএক্স স্টুডিও খুলে। আবেগের বন্যায় ভেসে বাদশা লিখেছেন, মুম্বাই তাকে জীবন দিয়েছে। নতুন স্টুডিও খুলে এতদিনে তার মনে হচ্ছে, ভাল কিছু করেছেন।

ভাল তিনি হামেশাই করেছেন। সিনেপ্রেমীদের ‘দিওয়ানা’ করেছেন নিজের প্রেমে। একই সঙ্গে মুগ্ধ করেছেন নিজের সহকর্মীদেরও। সেই কারণেই আসন্ন সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত করা হচ্ছে বলিউডের ‘রইস’কে। এর জন্যও ধন্যবাদ জানাতে ভোলেননি কিং খান।

০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে