চিত্রনায়ক রিয়াজের অবস্থার সর্বশেষ খবর
বিনেদান ডেস্ক : মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেছেন চিত্রনায়ক রিয়াজ। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার দেহে অস্ত্রোপচার করা হচ্ছে। শুটিং চলাকালীন সংলাপ দেওয়ার সময় হঠাৎ করেই রিয়াজের সারা শরীর ঘামতে থাকে এবং সেই সঙ্গে বমি করেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদ্রোগের বিষয়টি নিশ্চিত করেন। অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হসপিটালে নেওয়া হয়। সেখানে তিনি কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তার চিকিৎসক অ্যাপেলো হাসপাতালে কর্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর শাহাব উদ্দিন তালুকদার জানিয়েছেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ কেরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তার হৃৎপিণ্ডে একটা রিং (স্টেন্ট) লাগানো হয়েছে। খুব শিগগিরই আরেকটা রিং পরাতে হবে। এখন অনেকটাই শঙ্কামুক্ত রয়েছেন তিনি। তবে মাঝেমধ্যে এখনো বমি হচ্ছে। আর ব্লাডপ্রেসার একটু কম আছে। এখন তার অবস্থা স্থিতিশীল।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যেই এগুচ্ছিলো ‘কৃষ্ণপক্ষে’র’ কাজ। ছবির বেশিরভাগ কাজ শেষ বলে জানিয়েছেন নির্দেশক। তবে নির্দিষ্ট দিনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে আশাবাদী ছবির নির্দেশক মেহের আফরোজ শাওন।
‘কৃষ্ণপক্ষ’ ছবিটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। রিয়াজ ও মাহি ছাড়াও ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�