শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ১০:০৩:৩৬

সালমান খানের যে হিট গানটি প্রযোজকরা শুরুতে বাতিল করেছিল

সালমান খানের যে হিট গানটি প্রযোজকরা শুরুতে বাতিল করেছিল

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খান। তার যেকোনো ছবি মানেই নিশ্চিত ১০০ কোটি রুপি আয়। তাইতো ইন্ডাস্ট্রির অনেক নামী প্রযোজক ও পরিচালক এখন সালমানের বাড়ি দরজায় ঘুরে বেরায়। অথচ একটা সময় ছিল বলিউডের দাবাং খানকেও অনেক কাঠখড় পোহাতে হয়েছে।
 
নব্বইয়ের দশকে সালমানের হিট ছবি ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’। সেই ছবির হিট গান ‘ও ও জানে জানা’ । নয়ের দশকের এই গান গেয়ে প্রেমিকাকে প্রেম নিবেদনের চেষ্টা করেননি এমন প্রেমিক কমই আছেন। সুপার ডুপার হিট ‘ও ও জানে জানা’ সেই সময় ঘুরত সকলের মুখে মুখে। এক দিকে সালমান খান, অন্য দিকে কাজল। সমুদ্রের তীরে খোলা মঞ্চের উপর গিটার বাজিয়ে সালমানের গান, সঙ্গে পেশীবহুল উন্মুক্ত শরীর— নায়কের প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেপ্রেমীরা।
 
সেই ব্লকবাস্টার হিট গানও প্রথম দিকে কিন্তু হালে পানি পায়নি। প্রথমে গানটি রেকর্ড করা হয়েছিল ‘যাব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’ ছবির জন্য। কিন্তু প্রযোজকদের ধারণা ছিল, এই গান ফ্লপ করবেই। ফলে কোনও প্রযোজকই নিজের ছবিতে গানটি রাখতে রাজি হননি।
 
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, গানটি শোনার পর থেকেই খুব ভাল লেগেছিল। কোনও একটা ছবিতে গানটা ঢোকানোর জন্য মরিয়া ছিলাম। কিন্তু কেউ রাজি ছিলেন না। তারপর যখন ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ শুটিং শুরু হল, তখন খানিকটা জোর করেই গানটি সিনেমায় ঢোকাই।
 
এই গানটি শার্টলেস শুট করার পেছনেও ছিল একটা গোপন কারণ। শুটিংয়ে সালমানের জন্য তিনটি বিভিন্ন মাপের জামা বানানো হয়েছিল। মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ। ‘ও ও জানে জানা’র জন্য একটি লাল রঙের জামা পরার কথা ছিল সালমানের। কিন্তু কোনটাই সলমনের গায়ে ‘ফিট’ করেনি।
 
টাইগার জানান, এটাই তাঁর উন্মুক্ত শরীরের একমাত্র কারণ। ভাই সোহেল খানই নাকি তাঁকে ‘বেয়ারড বডি’ শুট করার জন্য উৎসাহিত করেছিলেন।-আনন্দবাজার
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে