রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১০:১৬:২০

'তোমার হাতপাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে...'

'তোমার হাতপাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে...'

বিনোদন ডেস্ক: 'তোমার হাতপাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে...'  জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এই গান গেয়ে বেশ জনপ্রিয়তা পান আকবর।   অবশ্য এর আগেই আকবর পরিচিতি পান কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে...' গানটি গেয়ে। সেই গানের একটি আলোকচিত্র বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।

আকবরের জন্ম খুলনা জেলার পাইকগাছায়। বেড়ে ওঠেন যশোরে। এক সময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে।

ইত্যাদির দ্বিতীয় গান 'তোমার হাত পাখার বাতাসে...' বেশ জনপ্রিয় হয়। এই জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ আছে, তা হলো চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমার গ্ল্যামার তখন এদেশের উঠতি সমাজকে বিমোহিত করে রেখেছিল। আর ওই গানের গানের মডেল হয়ে আকবর-পূর্ণিমা বেশ চর্চিত বিষয়ত হয়ে যায়।   পরে শোনা যায় আকবর নাকি পূর্ণিমাকে বিয়ে করতে চেয়েছেন। কিন্তু কালের কণ্ঠের সাথে আলাপকালে সেই বিষয়টি পরিস্কার করেছেন তিনি।

আকবর বলেন, ভাই এটা একটা গুজব। আমি পূর্ণিমা ম্যাডামের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এটাই তো অনেক বড় আমার জন্য। ধরতে গেলে আমি একজন টোকাই। আর এই টোকাই থেকে হানিফ সংকেত স্যার আমাকে তুলে এনেছেন। আমি কীভাবে তার মর্যাদাহানি করবো বলেন? আর আমাকে সবাই চেনে ইত্যাদির আকবর হিসেবে। শুধু আকবর বললে কেউ চেনে না। আমি ইত্যাদির আকবর হয়েই থাকতে চাই।-কালের কণ্ঠ
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে