এবার প্রতীকি ভাষায় ডাব হবে ‘বজরঙ্গি ভাইজান’
বিনোদন ডেস্ক: এবার সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীকি ভাষায় ডাব হতে চলেছে সলমন খানের সুপারহিট ছবি 'বজরঙ্গি ভাইজান'। বিশেষ ক্ষমতা সম্পন্নদের সাহায্যকারী কেন্দ্রের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।
অনুরোধ করেছিল গীতা। পথ ভুলে পাক সীমান্ত পেরিয়ে ভিনদেশে ঢুকে পড়া ভারতীয় মূক ও বধির যে কিশোরীর কাহিনি অবলম্বনে সুপারহিট ছবির পরিকল্পনা করা হয়েছিল, তার কথাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পাক সেনার সহযোগিতায় দেশে ফিরে আসতে পেরেছিল গীতা। তার অনুরোধ, প্রতীকি ভাষায় ছবিটি ডাব করা হলে বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্নরাও তা উপভোগ করতে পারবেন।
প্রতীকি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, 'গীতা আপাতত করাচিতে আছে। ভিডিও কল মারফত সাইন ল্যাঙ্গুয়েজে ওর সঙ্গে কথা বলি। ও জানিয়েছে, বজরঙ্গি ভাইজান প্রতীকি ভাষায় ডাব করা হলে ওর মতো অনেকের সঙ্গে ছবিটি উপবোগ করতে পারবে। ছবির গান ও ডায়লগ বুঝতে পারবে।'
পুরোহিত জানিয়েছেন, গত তিন মাস যাবত বিদেশ মন্ত্রকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর ইচ্ছা, ছবিটি প্রতীকি ভাষায় মুক্তি পাওয়ার দিন সলমন খানের সঙ্গে গীতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এখনও পর্যন্ত ঠিক আছে, আগামী ২৬ অক্টোবর দেশে ফিরবেন গীতা। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে যাবতীয় কাগজপত্র তৈরি করা হয়ে গিয়েছে। জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, অতীতে 'শোলে', 'গান্ধী', 'মুন্নাভাই এমবিবিএস' ও 'তারে জমিন পর' ছবিগুলি প্রতীকি ভাষায় ডাব করা হয়েছে। তবে এর পিছনে কোনও বাণিজ্যিক কারণ ছিল না বলে তিনি জানান।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�