বিনোদন ডেস্ক : সাফটা চুক্তির আওতায় চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে কলকাতার ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। এতে অভিনয় করেছেন টলিউডের নুসরাত জাহান। এর বিপরীতে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ছবি ‘নগর মাস্তান’। পরীমনির সঙ্গে এতে আছেন শাহরিয়াজ। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব।
তাই দুই ইন্ড্রাস্টির অন্যতম দুই নায়িকার ছবি একই দিনে বিনিময় হতে চলেছে এবার। ৭ এপ্রিল ছবি দুটি দুই দেশে মুক্তি পাবে। এদিকে শাকিব খানের সঙ্গে শিগগিরই যৌথ প্রযোজনার একটি নতুন ছবিতে দেখা যাবে নুসরাতকে। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ ছবির কাজ এখন চলছে। তাই নতুন ছবিটি মুক্তির আগে এদেশের দর্শকের কাছে পরিচিতও হওয়ার ভালো সুযোগ হয়েছে নায়িকা নুসরাতের। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র মাধ্যমে তা হতে পারে। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এতে নুসরাতের বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।
অন্যদিকে এদেশের বাজার লড়াইয়ে একই দিনে (৭ এপ্রিল) মুক্তি পাচ্ছে কলকাতার নায়িকা পাওয়লি দামের বাংলাদেশী ছবি ‘সত্তা’। এতে তার বিপরীতে আছেন শাকিব খান। তাই কলকাতার দুই নায়িকার (নুসরাত ও পাওলি) বাংলাদেশী লড়াইটা এবার ভালোই জমবে।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস