সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৩:১৭:১৩

এবার মারুফের নায়িকা কলকাতার ঋতুপর্ণা

এবার মারুফের নায়িকা কলকাতার ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। নতুন খবর হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। বাংলাদেশ-ভারত সিনেমাটি যৌথভাবে নির্মাণ করা হচ্ছে।
 
যৌথ প্রযোজনার এ সিনেমাটি নির্মাণ করছেন জ্যেষ্ঠ নির্মাতা কাজী হায়াৎ। মোটামুটি শুটিংয়ের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।
 
মারুফ বলেন, যৌথ প্রযোজনার একটি সিনেমায় কাজ করব। ঋতুপর্ণার সঙ্গে আমার ফাইনাল কথা হয়েছে। ঋতুপর্ণা এদেশের সিনেমায় কাজ করার জন্য খুবই আগ্রহী। চলতি মাসে সিনেমাটির কাজ শুরু করব। তবে এখনই সব কিছু বলতে চাচ্ছি না। কিছু দিন পর সবই জানানো হবে।
 
মারুফ বর্তমানে ‘বিধ্বস্ত’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমাটিতে মারুফের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও অরিন।
 
সিনেমাটির চিত্রনাট্য লিখছেন কাজী হায়াৎ। মারুফ, পুষ্পিতা পপি ও অরিন ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, কাজী হায়াৎসহ অনেককে।
৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে