সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৪:২৫:০৪

নতুন নতুন নায়িকা চান আমির খান

নতুন নতুন নায়িকা চান আমির খান

বিনোদন ডেস্ক : তার ছবি মানেই অন্য একটা ব্যাপার। কিছু একটা ব্যতিক্রমী দিক থাকবে। হয়ত এই কারণে আমির খানকে ‘‌মিস্টার পারফেকশনিস্ট’‌বলা হয়। তার সম্পর্কে নতুন একটি জল্পনা বাজারে ছড়িয়েছে। তিনি এক নায়িকার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে আগ্রহী নন।

অল্প ছবি করবেন, কিন্তু প্রতি ছবিতে তার উল্টোদিকে থাকবেন নতুন কোনও নায়িকা। আমির নিজে অবশ্য সরকারিভাবে এমনটা দাবি করেননি। করার কথাও নয়। তবে বলিউড সূত্রের দাবি, প্রযোজক–‌পরিচালকদের তিনি এমনই শর্ত দিয়েছেন।

দঙ্গল সাড়া জাগানোর পর তার পরবর্তী ছবি ঠগস অফ হিন্দুস্তান। এই ছবিতে নায়িকা হিসেবে প্রথমে বাছা হয়েছিল অনুষ্কা শর্মাকে। কিন্তু সূত্রের দাবি, আমির রাজি হননি। তিনি বলেছেন, অনুষ্কার সঙ্গে পিকে ছবিতে কাজ করেছেন। তাই আর করতে রাজি নন। আমিরের সাম্প্রতিক ছবিগুলি যদি দেখা যায়, প্রতি ছবিতেই আলাদা নায়িকাদের সঙ্গে কাজ করেছেন।

ধুম থ্রিতে ছিলেন ক্যাটরিনা, পিকেতে অনুষ্কা, দঙ্গল–‌এ সাক্ষী তানওয়ার। নতুন ছবির জন্য আমিরের পছন্দ আলিয়া ভাট। আমিরের ঘনিষ্টমহলের দাবি, নির্দিষ্ট কারও সঙ্গে জুটি চাইছেন না আমির। নায়িকা যদি পরিচিত নাও হন, সেক্ষেত্রে ছোট পর্দা থেকেও নায়িকা বাছাই করতে পারেন। কিন্তু এক নায়িকার সঙ্গে আর দ্বিতীয়বার কাজ করতে চান না।
০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে