বিনোদন ডেস্ক: আজ জাতীয় চলচ্চিত্র দিবস। আর এই চলচ্চিত্র সংশ্লিষ্ট ও সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ এই দিনেই উন্মোচিত হলো শাকিব খানের রাজনীতি চলচ্চিত্রের পোস্টার। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষিক্ত হচ্ছেন বুলবুল বিশ্বাস।
আজ সোমবার সকাল ১১ টায় এফডিসি চত্ত্বরে শিল্পী তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, নায়ক রাজ রাজ্জাক, চিত্রনায়ক জাভেদ, চিত্রনায়ক অমিত হাসান যৌথভাবে 'রাজনীতি'র প্রথম পোস্টারটি উন্মোচন করেন।
পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, রাজনীতি ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। খুব শিগগির মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা। সেন্সর বোর্ডের সনদ পাওয়া মাত্রই মুক্তির তারিখ ঘোষণা করে দেবো।
পোস্টারটিতে সুপারস্টার শাকিব খানকে পুরান ঢাকার বনেদী রাজনীতিবিদ হিসেবে হাত উঁচিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। শাকিব ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন, অপু বিশ্বাস, জায়েদ খান ও পিয়া বিপাশা।
৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস