সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৭:২৬:৫৩

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বির্তক যার পিছু ছাড়ে না, সেও বিতর্কের পিছু ছাড়ে না। সেই রাখির বিরুদ্ধে এবার জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা। তার বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বছর বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে রাখি রামায়ণের রচয়িতা বাল্মিকীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার মন্তব্যে বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, 'ওই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুম্বাই গিয়েছে লুধিয়ানা পুলিশের ২ কর্মী।' বারবার সমন দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা দেননি রাখি। ৯ মার্চ শেষ শুনানির দিনও তিনি কোর্টে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল।

০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে