বিনোদন ডেস্ক: পাঞ্জাবে ছবির শুটিং চলাকালে উৎসুক নারী ভক্তদের সময় দিলেন শাহরুখ খান। এ সময় প্রিয় নায়ক শাহরুখ খানকে একটু ছুয়ে দেখতে এমনকি তার সঙ্গে সেলফি ও ভিডিও তোলার জন্য আসা উৎসুক নারী জনতারা বেশ আন্তরিকভাবেই উপচে পড়া ভিড় জমিয়েছেন।
আর ভক্তদের সঙ্গে তোলা এসব ছবি শাহরুখ তার টুইটার এবং ইনস্টাগাম পেজে শেয়ার করেছেন। ছবির নায়িকা আনুশকা শর্মা সে সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
শাহরুখান আর আনুশকা শর্মা তখন ইমতিয়াজ আলীর ছবির একটি গানের দৃশ্যায়নের জন্য পাঞ্জাবে ছিলেন। গানটির কোরিওগ্রাফার পরিচালক নিজেই। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিতে শাহরুখ খানকে একজন ট্যুর গাইডের চরিত্রে দেখা যাবে, আর আনুশকা একজন গুজরাটি মেয়ে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ আগষ্ট।
শাহরুখ এবং আনুশকাকে এর আগে ‘রব নে বানা দে জোড়ি’ এবং ‘যব তক হ্যায় জান’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। টাইমস অব ইন্ডিয়া।
০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এ পি/ ডিসি