মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ০৯:৩৭:৫১

গর্ভবতী মহিলা কেন বিয়ে করবেন, সিনেমা নিয়ে বিক্ষোভ

গর্ভবতী মহিলা কেন বিয়ে করবেন, সিনেমা নিয়ে বিক্ষোভ

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে গর্ভবতী পাত্রীর উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বাস্তবে নয়, হিন্দি সিনেমার এই দৃশ্য নিয়ে প্রতিবাদ জানিয়ে ছবি প্রযোজকের অফিস ঘেরাও করেছে ভিএইচপি।

মণীশ হরিশঙ্কর পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'লালি কি শাদি মে লাড্ডু দিওয়ানা' কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক। ছবির চিত্রনাট্যের এক বিশেষ দৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানিয়ে মুম্বায়ে বিক্ষোভে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওই দৃশ্যে ছবির গর্ভবতী নায়িকার সঙ্গে এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে।

দৃশ্যটি হিন্দুদের ধর্ম বিশ্বাসে আঘাত করেছে বলে অভিযোগ প্রতিবাদীদের। সোমবার মুম্বাইয়ের আন্ধেরিতে প্রযোজক টি পি আগরওয়াল ও রাহুল আগরওয়ালের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনটির সদস্যরা। তাদের দাবি, ছবি থেকে দৃশ্যটি অবিলম্বে ছেঁটে ফেলতে হবে।

এই হুমকিতে অবশ্য আদৌ বিচলিত নন ছবির নির্মাতারা। তাদের যুক্তি, সিবিএফসি-র থেকে ছবির জন্য এর আগেই U/A শংসাপত্র পাওয়া গিয়েছে। উপরন্তু ছবির একটি দৃশ্য নিয়েও আপত্তি জানায়নি সেন্সর বোর্ড। সেই কারণে ভিএইচপির দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রযোজকরা।

মূলত কমেডি ছবি 'লালি কি শাদি মে লাড্ডু দিওয়ানা'-তে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহর ছেলে নবাগত ভিভান শাহ। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কমল হাসান ও সারিকার ছোট মেয়ে নবাগতা আকশিরা হাসান। এছাড়া এই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় টিভি তারকা গুরমিত চৌধুরী, সৌরভ শুক্লা, সঞ্জয় মিশ্র, দর্শন জরিওয়ালা, রবি কিষাণ, নবনী পারিহার, কিশোরী সাহানে এবং জ্যোতি কৈলাস। ছবিটি আগামী ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে