শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ০৭:৫০:২৬

কিংবদন্তি মহানায়িকার জন্মদিনে পাবনায় নানা আয়োজন

কিংবদন্তি মহানায়িকার জন্মদিনে পাবনায় নানা আয়োজন

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন ওরফে রমা। এক ভাই ও তিন বোনের সঙ্গে পাবনায়ই তাঁর বেড়ে ওঠা। পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৪৬ সালের ১৫ আগস্ট তিনি চলে যান কলকাতায়।

পরবর্তী সময়ে কলকাতার বুকেই ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা হিসেবে। পরিচিতি পান মহানায়িকার।

জন্মদিন উপলক্ষে গতকাল সকাল থেকেই জেলা প্রশাসনসহ বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পাবনায় নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা, সুচিত্রা অভিনীত চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি।

সকাল ১১টায় সুচিত্রার স্মৃতিবিজড়িত বাড়িতে তাঁর জন্মদিন পালনের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল সাড়ে ১১টায় সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের উদ্যোগে পাবনা প্রেস ক্লাবে আলোচনাসভা, কেক কাটা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

দুপুর ১২টায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। এসব কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
০৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে