বিনোদন ডেস্ক: দীর্ঘ কয়েক রাত ভয়ে জেগে থাকছেন জেরিন খান। সারা রাত কাটাচ্ছেন ভয়ে ভয়ে। জেরিন খান জানান, প্রতি রাতে ভৌতিক ছবি দেখছেন তিনি। তাই সারা রাত না ঘুমিয়ে কাটাচ্ছেন।
ভৌতিক ছবির প্রতি জেরিনের এত আগ্রহের কারণ হলো তিনি বিক্রম ভাটের ভৌতিক ছবি ‘১৯২১’–এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রথম ভৌতিক ছবিতে অভিনয় করবেন তিনি। তাই রাত জেগে ভৌতিক ছবি দেখে নিজেকে প্রস্তুত করছেন। জেরিন খান বলেন, ‘আমি কখনো ভৌতিক ছবিতে অভিনয় করিনি। তাই এটা আমার জন্য চ্যালেঞ্জিং।’
‘১৯২১’ ছবিতে অভিনয়ের আগে জেরিন কিছু প্রশিক্ষণ নেবেন। মে থেকে ছবির শুটিং শুরু হবে।
‘১৯২১’ ছবিটি বিক্রম ভাটের ভৌতিক ধারার পঞ্চম ছবি। এর আগের ছবিগুলো ছিল ‘আফটার রাজ’, ‘১৯২০’, ‘হন্টেড’ এবং ‘হেট স্টোরি’। বিক্রম ভাট অবশ্য জানিয়েছেন, ‘১৯২১’ ছবিটি ‘১৯২০’–এর সিকুয়েল নয়। ভিন্ন ধরনের এবং অনেক বেশি রোমহর্ষক হবে ‘১৯২১’ ছবিটি। এনডি টিভি।
০৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ আ শি