বিনোদন ডেস্ক: ‘চলতে চলতে’ ছবিতে সালমান খানের কারণেই বাদ পড়েন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর পরে এই ছবিতে কাজ করেছেন রানী মুখার্জি। ছবির সাথে সংশ্লিষ্ট একজন সম্প্রতি এ কথা বলেছেন।
সালমান-ঐশ্বরিয়ার প্রেমকাহিনী এক সময় সবার মুখে মুখে ছিল। আর ঘটনাটা ঠিক সে সময়ের। সালমান–ঐশ্বরিয়া প্রেম শুরু সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে। আর সেই প্রেমকাহিনী বলিউড সিনেমার প্রেমের কাহিনীকেও হার মানায়। শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে ২০০২ সালের মার্চে।
ঐশ্বরিয়ার অভিযোগ, সালমান তাকে নানাভাবে অত্যাচার করতো। সহশিল্পীদের সঙ্গে প্রেম করার অভিযোগও করেন সালমান। আর তা অভিষেক বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত। তাই শাহরুখ খানের সাথে যখন ‘চলতে চলতে’ ছবির শুটিং চলছিল, তখন সেখানে উপস্থিত হয়ে সালমান অনাকাঙ্খিত আচরণ করেন।
এজন্য সেদিন ছবির শুটিংও স্থগিত করা হয়। যদিও কোরিওগ্রাফার ফারাহ খান এবং ঐশ্বরিয়া চেয়েছিলেন শুটিং চলুক। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে তা আর চালিয়ে নেয়া সম্ভব হয়নি।
এ নিয়ে পরে সরব হন শাহরুখ নিজেও। বলেন, ‘ছবির জন্য লিখিত চুক্তি হয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে, সালমানের সঙ্গে নয়।’
সালমানের এমন আচরণে নাখোশ ছিলেন শাহরুখ। আর এই ঘটনার রেশ ধরেই শেষ পর্যন্ত ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানী মুখার্জিকে নেওয়া হয় ‘চলতে চলতে’ ছবিতে।
ঐশ্বরিয়া রাই বচ্চন এখন অভিষেক বচ্চনের সঙ্গে সংসার করছেন। অন্যদিকে সালমান সময় কাটাচ্ছেন একজন রোমানিয়ান মডেলকে নিয়ে। আর শাহরুখ-সালমানের বন্ধুত্বটাও এখন বেশ জমজমাট। ফিল্মি বিট
০৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস